×

অর্থ শিল্প বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

আর্থিক হিসাবের উদ্বৃত্ত বেড়েছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার

মূলত, বাজেট সহায়তা ঋণ পাওয়ায় আর্থিক হিসাবের উদ্বৃত্ত বেড়েছে

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 আর্থিক হিসাবের উদ্বৃত্ত বেড়েছে  ২ দশমিক ৫ বিলিয়ন ডলার

কাগজ ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বেশকিছু ঋণ পাওয়ায় দেশের আর্থিক হিসাবের উদ্বৃত্ত প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর শেষে আর্থিক হিসাব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৫ বিলিয়ন ডলার, যেটি মে মাস শেষে ২ বিলিয়ন ডলারের কিছু বেশি ছিল। অবশ্য ২০২২-২৩ অর্থবছরের তুলনায় এ উদ্বৃত্তের পরিমাণ কিছুটা কমেছে। ওই অর্থবছর শেষে আর্থিক হিসাবের উদ্বৃত্ত ছিল ৭ বিলিয়ন ডলার।

আর্থিক হিসাবের ভারসাম্য একটি দেশের বৈদেশিক পেমেন্টের প্রধান উৎস। যখন কোনো দেশের বর্তমান হিসাব নেতিবাচক হয়ে যায়, তখন আর্থিক হিসাব থেকে বিদেশি পেমেন্ট করা হয়। আর যদি আর্থিক হিসাবও নেতিবাচক হয়ে যায়, তাহলে সরাসরি রিজার্ভ থেকে পেমেন্ট করা হয় ।

২০২৩-২৪ অর্থবছরে দেশের পেমেন্টের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্টস) বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫ বিলিয়ন ডলার বিলিয়ন কমেছে। একই সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের তুলনায় বর্তমান হিসাব ঘাটতিও প্রায় একই পরিমাণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়- আর্থিক হিসাবের ক্ষেত্রে মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ বেড়ে যাওয়াই মূলত উদ্বৃত্ত অর্থের পরিমাণ বাড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ এসেছে ৯ দশমিক ৬৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলেন- কয়েক বছর আগে দেশে বৈদেশিক ঋণের প্রবাহ আরো ভালো ছিল; কিন্তু স্বল্পমেয়াদি ঋণ নেয়ার প্রবণতা কমে গেছে। আন্তর্জাতিক বাজারে ডলারের সুদ হার বৃদ্ধি, বিনিময় হারের ঝুঁকিসহ নানা কারণে ঋণ গ্রহণের আগ্রহ কমে গেছে। আন্তর্জাতিক বাজারে ডলারের সুদের হার বেড়ে যাওয়া, এক্সচেঞ্জ রেট রিস্কসহ নানা কারণে লোন নেয়ার প্রতি গ্রাহকদের আগ্রহ কমে গেছে।

মূলত, জুন মাসে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ঋণ, বিশেষ করে বাজেট সহায়তা ঋণ পাওয়ায় আর্থিক হিসাবের উদ্বৃত্ত বেড়েছে। তবে মনে রাখতে হবে এসব ঋণ ভবিষ্যতে পরিশোধের বাধ্যবাধকতা তৈরি করছে।

বাণিজ্য ঘাটতি কমেছে ১৮ শতাংশ : কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে রপ্তানির প্রবৃদ্ধি না থাকা সত্ত্বেও ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি ১৮ শতাংশ কমে গিয়ে ২২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার হয়েছে। একটি দেশের রপ্তানি ও আমদানি পরিমাণের পার্থক্যই হলো ট্রেড ব্যালেন্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের আমদানি ব্যয় হয়েছে ৬৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং রপ্তানি করে আয় হয়েছে ৪০ দশমিক ৮১ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় আমদানি ও রপ্তানি দুটোই কমেছে সদ্য সমাপ্ত অর্থবছরে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করার কারণে ইমপোর্ট পেমেন্ট ২০২৩-২৪ অর্থবছরে কমেছে। এছাড়া পুরো বছরজুড়েই ব্যাংকগুলো ডলার সংকটে ভুগেছে। ফলে ব্যবসায়ীরা চাহিদামতো আমদানি এলসি খুলতে পারেনি। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকেও আমদানি এলসি খোলার চাহিদা কিছুটা কমেছে বলেও জানিয়েছেন তিনি।

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স আগের অর্থবছরের তুলনায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে বর্তমান হিসাব ঘাটতিও প্রায় ৪৪ শতাংশ কমে ৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার হয়েছে। চলতি হিসাব, যেটিতে বাণিজ্য ব্যালেন্স (পণ্য রপ্তানি থেকে আমদানি বাদ), বিদেশ থেকে গড় আয় এবং গড় বর্তমান স্থানান্তর অন্তর্ভুক্ত সেটি বৈদেশিক পেমেন্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান।

সংশ্লিষ্টরা জানান, চলতি হিসাব ঘাটতি কমে যাওয়ার একটা অর্থ হলো আমাদের ব্যালেন্স অব পেমেন্টের পরিস্থিতি কিছুটা উন্নতি করেছে। তবে আমরা এখনো স্বস্তির জায়গায় আসিনি। একটা সময় আমাদের চলতি হিসাব উদ্বৃত্ত ছিল। সেই জায়গায় পৌঁছানোর আগে আমদানি খুব বেশি বাড়তে দেয়া উচিত হবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছর শেষে অগ্রহণযোগ্য ব্যালেন্স বা ‘এরর অ্যান্ড অমিশন’ ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। এটি আগের অর্থবছরের তুলনায় ১ বিলিয়ন ডলার কম।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছর শেষে মোট বৈদেশিক পেমেন্ট ঘাটতি ২০২২-২৩ অর্থবছরের তুলনায় প্রায় ৪৮ শতাংশ কমে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়েছে। সাধারণত এই ঘাটতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে পরিশোধ করা হয়। ফলে বিপিএম৬ নির্দেশনা অনুযায়ী, গত বছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ৩ বিলিয়নের ডলারের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

চেন্নাই টেস্টসহ টিভিতে আজ যা দেখবেন

চেন্নাই টেস্টসহ টিভিতে আজ যা দেখবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App