কালাচাঁদপুরে ডেইলি শপিংয়ের শোরুম চালু
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে রাজধানীর কালাচাঁদপুরে একটি শোরুম চালু করেছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং। সম্প্রতি কালাচাঁদপুরের ১৩ নম্বর রোডে শোরুমটি উদ্বোধন করা হয়।
ডেইলি শপিং এর ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) মাহবুবুল আলম এবং হেড অব মার্কেটিং ওমর ফারুক এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার দেয়া হচ্ছে। ক্রেতারা ডেইলি শপিং এর শোরুম থেকে শাক-সবজি, মাছ, মাংস, চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন। ডেইলি শপিং-এর অনলাইন সাইট (ফধরষুংযড়ঢ়ঢ়রহমনফ.পড়স/) বা ফোন কলে পণ্য অর্ডার করলে শোরুম থেকে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। বর্তমানে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিং-এর ৬৭টি শোরুম চালু রয়েছে। বিজ্ঞপ্তি