বন্যাদুর্গতদের পাশে এমটিবি ও রেড ক্রিসেন্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের পূর্বাঞ্চলে বন্যার্তদের সাহায্য করার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথভাবে কাজ করছে। গত ২৫ আগস্ট ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজমের হাতে চেক হস্তান্তর করেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবির হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট আজম খান, হেড অব ব্র্যান্ড মো. রজার ইবনে আজাদ, রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম এ সালাম ও পরিচালক, ফাইন্ড রেইজিং ডা. শাহানা জাফর প্রমুখ। বিজ্ঞপ্তি