ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের কর্মজীবন শুরু
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ব্র্যাক ব্যাংক ইয়াং লিডারদের এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বছরব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণের পর ইয়াং লিডার্স প্রোগ্রামের অধীনে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ব্যাংকটির বিভিন্ন বিভাগে স্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছে। প্রতি বছর ব্র্যাক ব্যাংক এই সিগনেচার অনবোর্ডিং প্রোগ্রাম ইয়াং লিডার্সের অধীনে ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়োগ দিয়ে থাকে। নিবিড় প্রশিক্ষণ ব্যবস্থা, দ্রুত ক্যারিয়ার গ্রোথ এবং আর্থিক খাতের ভবিষ্যৎ লিডার তৈরির প্ল্যাটফর্ম হিসেবে ব্যাংকটির এই ইয়াং লিডার্স প্রোগ্রামটি বাংলাদেশের ব্যাংকিং খাতের সেরা প্রোগ্রাম হয়ে উঠেছে।
কর্মকর্তাদের জন্য নানা কল্যাণমুখী উদ্যোগ, কাজের পরিবেশ, করপোরেট সুশাসন ও ব্র্যান্ড ভ্যালুর জন্য দেশের তরুণদের পছন্দের নিয়োগকর্তায় পরিণত হয়েছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের নেতৃত্বস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ৮ হাজার ৫০০ জনের বেশি কর্মকর্তা নিয়ে দেশের ব্যাংকিং খাতের শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক একটি।
গত ২২ আগস্ট ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই গ্র্যাজুয়েশন প্রোগ্রামে গত এক বছর ধরে ব্যাংকের বিভিন্ন ডিভিশনে যুক্ত থেকে সফলভাবে প্রশিক্ষণ করা ইয়াং লিডারদের হাতে ক্রেস্ট এবং প্রমোশন লেটার তুলে দেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। এ সময় ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদসহ সিনিয়র ম্যানেজমেন্টের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি