শ্রমিকদের রাস্তা অবরোধে উদ্বেগ বিজিএমইএর
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : শ্রম অসন্তোষ এবং শ্রমিকদের রাস্তা অবরোধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তারা জানায়, শ্রম অসন্তোষ এবং এর জেরে শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে সড়ক ও মহাসড়কগুলোতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। সভায় যথাসময়ে মজুরি-ভাতা প্রদান, সুষম শিল্প সম্পর্ক গড়ে তোলার জন্য মালিক পক্ষ কর্তৃক শ্রমিকদের নিয়ে নিয়মিতভাবে বৈঠক করা, শিল্পবিরোধ নিরসনে মালিক পক্ষ ও শিল্পাঞ্চল পুলিশ কর্তৃক শিল্পের জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হয়।
পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে গত ২৭ আগস্ট রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় এ উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির নেতারা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ডিসি ঢাকা জেলা, ডিসি গাজীপুর জেলা, ডিজিএফআই, এনএসআই এবং কমিউনিটি পুলিশিং অন আরএমজি এবং পোশাক কারখানা প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহসভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহসভাপতি আসিফ আশরাফ, সহসভাপতি রকিবুল আলম চৌধুরী, সাবেক সহসভাপতি মো. মশিউল আজম (সজল) এবং বিজিএমইএয়ের বর্তমান বোর্ডের পরিচালকরা।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত অনুযায়ী, মজুরি বা অন্য যে কোনো ইস্যুতে মালিক ও শ্রমিকদের মধ্যে কোনো দূরত্ব বা দ্ব›দ্ব তৈরি হলে সংশ্লিষ্ট সব প্রতিনিধি মিলে আলোচনার মাধ্যমে সমাধান করবেন, কোনো অবস্থাতেই শ্রমিকরা সড়ক অবরোধ করে জনগণকে হয়রানি করবেন না, জানমালের ক্ষতি করবেন না।
সভায় সব পক্ষ সুষ্ঠু শ্রম পরিস্থিতি বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।