বন্যার্তদের প্রায় দুই কোটি টাকা সহায়তা সোনালী ব্যাংকের
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়েছে। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এ টাকার সমপরিমাণ একটি পেমেন্ট অর্ডার ইস্যু করা হয়। এর আগে ২৫ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সভায় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বন্যার্তদের সহায়তা হিসেবে দেয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি