স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
স্ট্যান্ডার্ড ব্যাংকের সবকটি শাখার শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ নির্বাহীদের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অবস্থিত লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ মিটিং সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। সভায় আরো অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি