×

অর্থ শিল্প বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার নেপথ্যে ডলার সূচক

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মূলত ডলার ইনডেক্সের মান খানিকটা বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম কমেছে। রয়টার্সের সংবাদে বলা হয়, গতকাল বুধবার বিশ্ববাজারে স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৫১৪ ডলারে নেমে এসেছে। এর আগে বুলিয়েন স্বর্ণের দাম ২০ আগস্ট আউন্সপ্রতি ২ হাজার ৫৩১ ডলারে উঠেছিল। সেই সঙ্গে ইউএস গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৫৪৯ ডলারে নেমে এসেছে।

গতকাল ডলার ইনডেক্সের মান শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে, সে কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চেয়ে ডলারের কদর কিছুটা বেড়েছে। আগামী মাসে ফেডারেল রিজার্ভ নীতি সুদ কমাবে, বাজার এখন সেদিকে তাকিয়ে আছে। তখন ডলারের বিনিময় হার কমবে এবং ধারণা করা যায়, তখন স্বর্ণের দাম আবার বাড়বে। গতকাল বাজারে স্বর্ণের দাম কিছুটা কমলেও স্বল্প মেয়াদে স্বর্ণের মূল্যবৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বল্প মেয়াদে স্বর্ণের দাম ২ হাজার ৫৩২ ডলারে উঠতে পারে। দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৫৮৫ ডলার থেকে ২ হাজার ৫৯৫ ডলারে মধ্যে থাকতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচকের মূলভিত্তি হিসেবে পরিচিত পার্সোনাল কানজাম্পশন এক্সপেনডিচার বা ব্যক্তিগত ভোগ সূচক প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আত্মবিশ্বাস বেড়েছে। যদিও বেকারত্বের হার গত মাসে বৃদ্ধির কারণে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর পথ আরো সুগম হয়েছে।

বাজার বিশ্লেষকরা এখন একরকম নিশ্চিত, আগামী মাসে নীতি সুদহার কমছে। সিএমই ফেডওয়াচটুলের এক জরিপে জানা গেছে, ৬৭ শতাংশ মানুষ মনে করছেন, নীতি সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হবে। অন্যদিকে ৩৩ শতাংশ মানুষ মনে করে, নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমানো হবে।

স্বর্ণের ব্যবহার কেবল অলংকার তৈরির মধ্যে সীমিত নয়; বরং বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ আরো গুরুত্বপূর্ণ। বন্ডের সুদহার কমলে বা শেয়ার সূচক নিম্নমুখী হলে বিনিয়োগকারীরা স্বর্ণের প্রতি আকৃষ্ট হন।

ব্যাংকের সুদহার বাড়লে বা শেয়ারবাজার শক্তিশালী হলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের কদর কমে। ২০২২ ও ২০২৩ সালে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক বন্ডে বিনিয়োগ করেছেন। সে কারণে তখন স্বর্ণের দাম কমেছে।

গতকাল স্বর্ণের দাম কিছুটা কমলেও চলতি বছরে এই ধাতুর মূল্য অনেকটাই বেড়েছে। বছরের শুরু থেকেই গুঞ্জন আছে, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাবে। সেটা হলে বন্ডের সুদহারও কমে যাবে, সেজন্য বিনিয়োগকারীরা আগেভাগে স্বর্ণে বিনিয়োগ করেছেন। ফলে এ বছর স্বর্ণের দাম বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান বিকৃতির প্রতিবাদ

‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান বিকৃতির প্রতিবাদ

পোড়া লাশ দাফনের পর জানা গেল রিফাত বেঁচে আছেন, অতপর...

পোড়া লাশ দাফনের পর জানা গেল রিফাত বেঁচে আছেন, অতপর...

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

এস আলমের গৃহকর্মী মর্জিনার ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল টাকা

এস আলমের গৃহকর্মী মর্জিনার ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App