আটলান্টিক এক্সচেঞ্জ ও এসজেআইবি চুক্তি সই
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শাহজালাল ইসলামী ব্যাংক (এসজেআইবি) পিএলসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক রেমিট্যান্স কোম্পানি আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসির রেমিট্যান্স বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়।
এ চুক্তির আওতায় বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আটলান্টিক এক্সচেঞ্জের মাধ্যমে রেমিট্যান্স দেশে তাদের প্রিয়জনদের কাছে নিরাপদে এবং দ্রুত সময়ে পাঠাতে পারবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং আটলান্টিক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসিডেন্ট মোহাম্মদ গায়াত হাব্বাব নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, আটলান্টিক এক্সচেঞ্জের কান্ট্রি ম্যানেজার দক্ষিণ এশিয়া মো. রুবেল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি
উল্লেখ্য আটলান্টিক এক্সচেঞ্জ এলএলসি রেমিট্যান্স এবং ব্যবসার জন্য ক্রস-বর্ডার পেমেন্টের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দুই লাখের বেশি গ্রাহককে অনলাইনে সারাবিশ্বের ৯৬টি দেশে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সেবা দিচ্ছে। বিজ্ঞপ্তি