দুবাইয়ে হচ্ছে বিশ্বের বৃহত্তম ফল ও সবজির বাজার
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : দুবাইয়ে বসবাস ব্যবসাবান্ধব, বিলাসী ও আকর্ষণীয় করে তুলতে স্থানীয় কর্তৃপক্ষ নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে সম্প্রতি শিরোনাম হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম এ শহরের ফল ও সবজির বাজার, যা কিনা বিশ্বের সবচেয়ে বড় বাজার হতে যাচ্ছে। ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি এ ঘোষণা দেন। তার লক্ষ্য এ মার্কেটকে বৈশ্বিক খাদ্যপণ্য বাণিজ্যে গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা। শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, বিভিন্ন খাতজুড়ে বাজার, রপ্তানি ও পুনঃরপ্তানি কার্যক্রমে একটি নেতৃস্থানীয় গন্তব্য হওয়ার লক্ষ্য রাখে দুবাই। এক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক সুযোগকে সর্বোচ্চ করে তোলা আমাদের লক্ষ্য। বৈশ্বিক বিনিয়োগ ও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিতে অঞ্চলটির সুদূর প্রসারী কিছু পরিকল্পনা রয়েছে। সংক্ষেপে ডি৩৩ হিসেবে পরিচিত দুবাই ইকোনমিক এজেন্ডার কৌশলগত লক্ষ্যের সঙ্গে বৃহত্তম এ বাজার সংগতিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ লক্ষ্য অর্জিত হলে ২০৩৩ সালের মধ্যে দুবাইয়ের অর্থনীতির আকার বর্তমানের তুলনায় দ্বিগুণ হবে, যার পরিমাণ ৩২ ট্রিলিয়ন আমিরাতি দিরহাম বা ৮ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। একই সঙ্গে বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির একটিতে পরিণত হবে দুবাই। এছাড়া বৈদেশিক বাণিজ্য ২৫ দশমিক ৬ ট্রিলিয়ন দিরহামে উন্নীত করার লক্ষ্যও রয়েছে। পরিকল্পনা অনুসারে, এ সময় ইউনিকর্ন স্ট্যাটাস অর্জন করবে ৩০টি বেসরকারি সংস্থা। একটি ইউনিকর্ন স্টার্টআপের মূল্য ১০০ কোটি ডলারের বেশি হয়। ফল-সবজির বাজারটি নির্মাণ ও পরিচালনায় যুক্ত থাকছে দুবাইয়ের বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড।