দরপতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২১ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতন শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গতকাল প্রাইম টেক্সটাইলের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৯৮৯ শতাংশ কমেছে। আর ইউনিট দর ২০ পয়সা বা ২ দশমিক ৯৮৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড।
দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইটি কনসালটেন্টস, হাইডেলবার্গ সিমেন্ট, খান ব্রাদার্স, নিউ লাইন ক্লোথিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।