সোনালী ব্যাংকের সঙ্গে কেপিএমজির চুক্তি স্বাক্ষর
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বহিঃনিরীক্ষকের মাধ্যমে সামগ্রিক আইটি সিস্টেমের অডিট সম্পাদনে অডিট ফার্ম কেপিএমজি অ্যাডভাইজারি সার্ভিস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সোনালী ব্যাংক পিএলসি। গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের ও কেপিএমজির পার্টনার আলী আশফাক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি