শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক (এসজেআইবি) পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে গত ১৪ জুলাই চুয়াডাঙ্গা শাখা, কুষ্টিয়া শাখা, মেহেরপুর শাখা এবং মহেশপুর শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে এসজেআইবির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন।
একই দিনে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরার সভাপতিত্বে ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি