ইসলামী ব্যাংক
এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিয়া (আইবিটিআরএ) উদ্যোগে ‘গাইডলাইন্স অন সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম গত ১৩ জুলাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। মূল বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর চৌধুরী লিয়াকত আলী ও জয়েন্ট ডাইরেক্টর আহমেদ জুবায়ের মাহবুব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন।
সভাপতিত্ব করেন আইবিটিআরএয়ের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির ও ড. মো. আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি