বাণিজ্য প্রতিমন্ত্রী
ছয় মাসে কেউ পণ্য মজুত করতে পারেনি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। কিছু পণ্যের দাম বৃদ্ধি সাময়িক জানিয়ে তিনি বলেছেন, কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে কেউ কোনো পণ্য মজুত করতে পারেনি। বর্তমানে ১৮টি জেলায় অতি বৃষ্টি হচ্ছে। এতে অনেক ফসলের জমি তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচসহ সবজির দাম বেড়েছে। এ মূল্য বৃদ্ধি সাময়িক। মজুতদারি করে কেউ কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিমন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেয়া হয়েছে। ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এদিন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠান সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসেন প্রতিমন্ত্রী। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দিচ্ছে সরকার। ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাবে ৭৭টি প্রতিষ্ঠান।
এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাবে একটি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার এক অনুষ্ঠানে এ ট্রফি তুলে দেবেন।
অনুষ্ঠানে জানানো হয়, রবিবার জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বাজার পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে টিটু বলেন, দাম বাড়ছে, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। ভারতের নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এতে আমদানিতে সময় লাগছে। ভারতীয় পেঁয়াজ এলে দাম কমে যাবে। পাশাপাশি ভোজ্যতেলের জন্য ব্রাজিলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, সব রাজা মহারাজার সময়েই কিছু অসাধু কর্মকর্তা দুর্নীতি করে। এখনো তাই হচ্ছে। এসব ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থাও নেয়া হবে।
রপ্তানি তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি ব্যুরোর দুই তথ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রপ্তানির হিসাব এনবিআর করে, রপ্তানি উন্নয়ন ব্যুরো শুধু তা প্রকাশ করে। এখন থেকে এনবিআরের পাশাপাশি সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি তথ্য নিয়ে কাজ করবে ইপিবির পরিসংখ্যান বিভাগ। তাহলে রপ্তানি তথ্য নিয়ে আর বিভ্রান্তি হবে না আগামীতে।
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের পরিশ্রম ও তাদের কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ সম্মাননা দিতে যাচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।