ফের ২ হাজার ৪০০ ডলার ছাড়াল স্বর্ণের আউন্স
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : বিশ্ববাজারে হঠাৎ করেই বাড়ছে স্বর্ণের দাম। আগের সপ্তাহের ধারাবাহিকতায় সমাপ্ত সপ্তাহেও বেড়েছে মূল্যবান এ ধাতুর দাম। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২১ ডলার। এর মাধ্যমে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৮০ ডলারের উপরে বেড়েছে। এর ফলে স্বর্ণের আউন্স ফের ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে।
এর আগে বিশ্ববাজারে স্বর্ণের আউন্স ২ হাজার ৪০০ ডলার স্পর্শ করে গত মে মাসে। ২০ মে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৪২৬ ডলার হয়। এ রেকর্ড দাম হওয়ার পর দরপতনের মধ্যে পড়ে স্বর্ণ। দফায় দফায় দাম কমে ২৬ জুন আউন্স ২ হাজার ২৯৮ ডলারে নেমে আসে।
এরপর আবার স্বর্ণের দাম বাড়ার প্রবণতা চলতে থাকে। গত সপ্তাহের আগের সপ্তাহে এক লাফে স্বর্ণের দাম ৬৪ দশমিক ৪৩ ডলার বেড়ে যায়। এমন বড় উত্থানের পর গত সপ্তাহজুড়েও দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। দফায় দফায় দাম বেড়ে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ ডলারে উঠে যায়। তবে, শেষদিকে দাম কিছুটা কমে আউন্সপ্রতি ১ হাজার ৪১১ দশমিক ১১ ডলারে থিতু হয়েছে।
এর মাধ্যমে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২০ দশমিক ৩৪ ডলার বা দশমিক ৮৫ শতাংশ। আর মাসের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ১০৯ ডলার বা ৪ দশমিক ৭৩ শতাংশ। এ দাম বাড়ার মাধ্যমে নতুন রেকর্ডের কাছাকাছি চলে গেছে স্বর্ণ। আর মাত্র ১৫ ডলার দাম বাড়লে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হবে।
এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। গত ৮ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ২৭৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৪ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
স্বর্ণের দাম বাড়লেও গত সপ্তাহে বিশ্ববাজারে রূপার দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৪০ শতাংশ কমে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭৭ ডলারে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ বা দশমিক ৬২ ডলার।