গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গেøাবাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৪ রাজধানী ঢাকার বনানীর শেরাটনে গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
সভায় চলতি বছরের প্রথম ষাণ¥াসিক সময়ে অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সব শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি