যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে তেল রপ্তানি কমেছে
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি কমেছে। গত দুবছরে সর্বনি¤েœ নেমে এসেছে পণ্যটির রপ্তানি। বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ক্রেতারা তুলনামূলক কম দামে আঞ্চলিক ও পশ্চিম আফ্রিকা থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে। এসব কারণে ইউরোপের দেশগুলোয় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল রপ্তানি কমেছে। খবর রয়টার্স। শিপ ট্র্যাকিং ফার্ম কেপলারের তথ্যমতে- জুনে ইউরোপের দেশগুলোয় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি এর আগের মাসের তুলনায় দৈনিক ১৪ লাখ ৫০ হাজার ব্যারেল কমেছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর থেকে সর্বনি¤œ। জুনে ইউরোপের দেশগুলোয় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি মে মাসের তুলনায় ১৪ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে।
এছাড়া গত মাসে ইউরোপসহ বিশ্বের অন্য দেশগুলোয় দৈনিক ৩৯ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র, যা মে মাসে ছিল ৪২ লাখ ১০ হাজার ব্যারেল।
অপরিশোধিত জ্বালানি তেলের ইউরোপীয় বাজার আদর্শ ব্রেন্টের সঙ্গে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামে পার্থক্যের কারণেও রপ্তানি কমেছে। কারণ মে মাস পর্যন্ত ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ডব্লিউটিআইয়ের তুলনায় দ্রুতগতিতে কমেছে। অন্যদিকে মে মাসে সরবরাহ বেশি থাকায় অপরিশোধিত জ্বালানি তেলের ওয়েস্ট আফ্রিকান গ্রেডসের মূল্য তুলনামূলক সস্তা ছিল। তাই এ অঞ্চল থেকে ইউরোপের দেশগুলো আমদানি বাড়িয়েছে।
এসঅ্যান্ডপি গেøাবালের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন চলতি দশকে চাহিদার তুলনায় বেশি হওয়ার আভাস দেয়া হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।
প্রতিবেদনে আইইএ জানায়, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ দৈনিক ৬০ লাখ ব্যারেল বেড়ে ১১ কোটি ৩৮ লাখ ব্যারেলে পৌঁছতে পারে। এর আগে এক পূর্বাভাসে জানানো হয়েছিল, এ সময় বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা হতে পারে ১০ কোটি ৫৪ লাখ ব্যারেল। এ হিসাবে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন দাঁড়াবে চাহিদার তুলনায় ৮০ লাখ ব্যারেল বেশিতে।