ব্যাংক এশিয়া
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিরোধী সভা
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বার্ষিক ‘এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৪’ আয়োজন করে ব্যাংক এশিয়া পিএলসি। ‘এএমএল-সিএফটি : ফস্টারিং অ্যান্ড এনডুরিং অ্যা কালচার অব কমপ্লায়েন্স’ প্রতিপাদ্যে গত ২৯ জুন রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে এ কনফারেন্স আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। অর্থ পাচারের রোধে চ্যালেঞ্জ, সচেতনতার গুরুত্ব এবং রিপোর্টিং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় সম্মানিত অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম এ বাকী খলীলী।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের সভাপতিত্বে সভার আহ্বায়ক ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশের (আকব) চেয়ারম্যান জিয়াউল হাসান। বিজ্ঞপ্তি
বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক জুয়াইরিয়া হক এবং মো. আশরাফুল আলম কনফারেন্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।