গোলার বিনিময়ে ঘোড়া
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪টি উন্নত জাতের ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কামানের গোলার বিনিময়ে তিনি এই উপহার দিয়েছেন বলে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
‘অরলভ ট্রটার’ জাতের ঘোড়াগুলো রোববার রুশ প্রশাসনিক অঞ্চল প্রিমোরস্কি ক্রাইয়ের অপ্রশস্ত স্থল সীমান্তে এসে পৌঁছায়। রাশিয়ার একেবারে উত্তরে অবস্থিত এ অঞ্চলের পশুসম্পদ কর্তৃপক্ষ এক ঘোষণার বরাত দিয়ে দ্য টাইমস এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য পুতিনকে কামানের গোলা পাঠিয়েছেন কিম জং। এই গোলার আংশিক মূল্য হিসেবে ১৯টি পুরুষ ঘোড়া ও ৫টি মাদী ঘোড়া এসেছে রাশিয়া থেকে।
এদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনকে জুনে এক জোড়া পুংসান জাতের কুকুর পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা। এরপর পুতিন আগস্টে কিমকে ৪৪৭টি ছাগল পাঠান।