×

দূরের জানালা

বানরও নাম ধরে ডাকে!

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বানরও নাম ধরে ডাকে!

কাগজ ডেস্ক : মানুষ নিজেদের স্বতন্ত্র নামে একে অন্যকে ডাকে। এরপর গবেষণায় জানা যায়, মানুষ ছাড়াও আফ্রিকান হাতি এবং বোতলনাক ডলফিনও একে অন্যকে স্বতন্ত্র নামে ডাকে। স¤প্রতি এক গবেষণায় উঠে এসেছে- মারমোসেট বানরদেরও এই সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় দেখা গেছে, মারমোসেট বানরেরা নিজেদের আলাদা আলাদা নামে চিহ্নিত করতে পারে। গবেষণায় দেখা গেছে, মারমোসেট প্রজাতির পিগমি বানরেরা একে অপরকে ডাকতে তীক্ষè কণ্ঠে নির্দিষ্ট স্বর মাত্রা ব্যবহার করে।

গবেষণা দলের জ্যেষ্ঠ লেখক ডেভিড ওমার বলেন, আমরা সামাজিক আচরণের বিষয়ে খুব আগ্রহী, কারণ আমরা মনে করি, সামাজিক আচরণের কারণেই মূলত মানুষকে অন্যান্য প্রাণীর তুলনায় বিশেষ মনে করা হয়।

ওমার বলেন, মানুষের মধ্যে কীভাবে সামাজিক আচরণ এবং ভাষার বিবর্তন হয়েছে সেটা বোঝার জন্য মারমোসেট বানরেরা আদর্শ উদাহরণ। কারণ মানুষের মতোই এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মানুষের মতোই এদের একক পরিবার রয়েছে। ছয় থেকে আট সদস্যের পরিবার হয় তাদের। মানুষের মতো করেই তারা তাদের শিশুদের লালনপালন করে।

গবেষকরা তিনটি পৃথক পরিবার থেকে ১০টি মারমোসেটের ওপর গবেষণা চালিয়েছেন।

তিনি আরো বলেন, মারমোসেটের কথাগুলো মেশিন-লার্নিং মডেল ব্যবহার করে বিশ্লেষণ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতের গবেষণার জন্য মারমোসেট কথোপকথন আরো বিস্তারিত বিশ্লেষণের জন্য আর্টিফিসিয়াল ইন্টিলিজিন্সের ব্যবহার করা হতে পারে।

ধারণা করা হয়, মারমোসেট বানররা তুলনামূলকভাবে মানুষের দূরবর্তী আত্মীয়। গবেষকরা মনে করেন, মানুষের সঙ্গে এদের বিভাজন প্রায় সাড়ে তিন কোটি বছর আগে হয়েছিল। অন্যদিকে শিম্পাঞ্জিদের সঙ্গে মানুষের এই বিভাজনের সূত্রপাত হয়েছিল ৫০ থেকে ৭০ লাখ বছর আগে। সূত্র: দ্য টেলিগ্রাফ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবো: উপদেষ্টা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা

যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App