শরীরের উপর দিয়ে ট্রেন চলে গেলেও অক্ষত নারী
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : নারীর শরীরের উপর দিয়ে চলে গেল পণ্যবাহী ট্রেন। তারপরই উঠে দাঁড়ালেন ওই নারী। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার নাভান্দগিতে। বান্ধবীর সঙ্গে রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এমন সময় ওই পণ্যবাহী ট্রেনটি চলে আসে। ধীরগতিতে আসা পণ্যবাহী ট্রেনটি দুজনের কেউই দেখতে পাননি। যদিও দেখা মাত্র বান্ধবী দ্রুত রেললাইন থেকে সরে যান। কিন্তু পারেননি ওই নারী। তিনি বুদ্ধি করে প্রাণ বাঁচাতে রেললাইনে শুয়ে পড়েন। তার শরীরের উপর দিয়ে চলে যায় একটি মালবাহী ট্রেন। যথাসম্ভব স্থিরভাবে রেললাইনে শুয়ে ছিলেন তিনি। একবার মাথা তোলার চেষ্টা করেও নামিয়ে নেন। শেষ পর্যন্ত ট্রেনটি তাকে ডিঙিয়ে চলে যাওয়ার পর ধুলো ঝেড়ে উঠে দাঁড়ান ওই নারী।