১০ সেকেন্ডে ৩ দেশে ভ্রমণ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : দেশে দেশে যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদের অনেকেরই স্বপ্ন থাকে একসঙ্গে কয়েকটি দেশে ভ্রমণ করার। কিন্তু সময় কিংবা অর্থের সীমাবদ্ধতার কারণে সব সময় সে সুযোগ মেলে না। কেমন হতো, যদি একটি দেশ ভ্রমণে বের হয়ে অতিরিক্ত কোনো অর্থ খরচ করা ছাড়াই তিনটি দেশ ঘুরে আসা সম্ভব হতো? তা-ও মাত্র ১০ সেকেন্ডে। অবিশ্বাস্য মনে হলেও ইউরোপের একটি মনোমুগ্ধকর শহরে এমন অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন ভ্রমণপ্রেমীরা। সুইজারল্যান্ডের বাসেল শহর। দেশটির দক্ষিণ-পশ্চিমে রাইন নদীর তীরে এ শহরের অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিকভাবেও সমৃদ্ধ এ শহর। সুইজারল্যান্ড, ফ্রান্স ও জার্মান সীমান্তের সংযোগস্থল বাসেল। ইউরোপের শহরটিতে গেলে ১০ সেকেন্ডে এই তিন দেশের মাটিতে পা রাখার অসাধারণ অভিজ্ঞতা নিতে পারবেন একজন পর্যটক। বাসেল শহরের ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। ইউরোপের অনেকগুলো বিস্ময়ের একটি এ শহর। এটির শহরতলি সুইজারল্যান্ড ছাড়িয়ে মিলেছে ফ্রান্স ও জার্মানির সঙ্গে। এটি এমন একটি এলাকা যেখানে সীমান্ত শুধু মানচিত্রের একটি রেখা।