×

দূরের জানালা

একজন ভোটারের জন্য গহিন বনে ভোটকেন্দ্র!

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একজন ভোটারের জন্য গহিন বনে ভোটকেন্দ্র!
কাগজ ডেস্ক : ভারতের গুজরাটে গত মঙ্গলবার লোকসভার ভোটাভুটি হয়েছে। সব ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য দেশটির নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছিল। এরই অংশ হিসেবে মাত্র একজন ভোটারের জন্য প্রদেশটির গির বনের গহিন অংশে স্থাপন করা হয়েছিল ভোটকেন্দ্র। সেই একজন ভোটারও তার ভোটটি প্রয়োগ করেছেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই গহিন বনে বাস করেন মহন্ত হরিদাস উদাসীন নামের এক হিন্দু সন্নাসী। সেখানে তিনি একটি মন্দিরের দায়িত্বে রয়েছেন। ওই মন্দিরের দায়িত্বে আগে যে ব্যক্তি ছিলেন তিনি ২০১৯ সালে মারা যাওয়ার পর মহন্ত হরিদাস সেখানে যান। তিনিও যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বনের ভেতর বানেজ নামের একটি এলাকায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। আর ওই কেন্দ্রটিতে উপস্থিত ছিলেন পুলিশসহ মোট ১০ জন কর্মকর্তা। এই হিন্দু সন্যাসীর ভোটটি নিতে নির্বাচনী কর্মকর্তাদের গির বনের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে হয়েছে। সেখানে রয়েছে এশিয়ান সিংহসহ অন্যান্য হিংস্র প্রাণীও। ভোট দেয়ার পর উচ্ছ¡সিত মহন্ত হরিদাস গণমাধ্যমকে বলেছেন, ‘১০ ব্যক্তির এই বনে আসার অর্থ হলো একটি ভোটই অনেক গুরুত্বপূর্ণ। এই বনের একমাত্র ভোটার হিসেবে আমি যে প্রচার-প্রচারণা পাচ্ছি তা খুবই উপভোগ করছি। এটি গণতন্ত্রের শক্তি দেখাচ্ছে এবং আমার মনে হচ্ছে আমি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।’ গুজরাটের যে নির্বাচনী কর্মকর্তারা ওই একজন ভোটারের ভোট নিতে গিয়েছিলেন সেখানে; পৌঁছাতে তাদের দুই দিন ভ্রমণ করতে হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App