×

দূরের জানালা

বাতাসেই ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাতাসেই ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু
কাগজ ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপাল্লি জেলায় স্থানীয় সময় গত সোমবার রাতে নির্মীয়মাণ একটি সেতুর আংশিক ভেঙে পড়ে। প্রায় ১০০ ফুট দূরত্বের দুটি পিলারের মধ্যে থাকা পাঁচটি কংক্রিটের গার্ডারের মধ্যে দুটি রাত পৌনে ১০টার দিকে ওই এলাকায় প্রবল বাতাসের কারণে ভেঙে পড়ে। বাকি তিনটিও শিগগিরই ধ্বংস হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থল থেকে ৬০০ মিটার দূরে ওদেদু গ্রামে থাকেন সিরিকোন্ডা বাক্কা রাও। তিনি দুই মাস আগে পঞ্চায়েত প্রধান হিসেবে মেয়াদ শেষ করেছেন। তিনি এনডিটিভিকে জানিয়েছেন, সৌভাগ্যক্রমে ঘটনার মাত্র এক মিনিট আগে বিয়ের অনুষ্ঠানের ৬৫ জনকে নিয়ে একটি বাস জায়গাটি অতিক্রম করে এবং কংক্রিটে পিষ্ট হওয়া থেকে রক্ষা পায়। গণমাধ্যমটি জানিয়েছে, মানাইর নদীজুড়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি ২০১৬ সালে তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসূধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু উদ্বোধন করেছিলেন। এর জন্য প্রায় ৪৯ কোটি রুপি মঞ্জুর করা হয়েছিল। কাজটি এক বছরে শেষ হওয়ার কথা ছিল। সেতুটি নির্মাণের উদ্দেশ্য ছিল তিনটি শহরের মধ্যে দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমানো। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের জন্য চাপ এবং সরকারের কাছ থেকে বকেয়া না পেয়ে ঠিকাদার এক বা দুই বছরের মধ্যে কাজ বন্ধ করে দেয়। পাঁচ বছর ধরে সেতুর নিচ দিয়ে মাটির রাস্তা তৈরি করে গ্রামবাসী ওই পথ ব্যবহার করে আসছে। রাও জানান, একই ঠিকাদার ভেমুলাওয়াড়ায় একটি সেতু তৈরি করেছিলেন, যা ২০২১ সালে প্রবল বৃষ্টিতে ভেসে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App