ভয়েস নোট ট্রান্সক্রাইব করা যাবে হোয়াটসঅ্যাপে
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য একটি নতুন ফিচার পরীক্ষা করছে। ভয়েস নোট ট্রান্সক্রাইব নামের ফিচারটি অ্যাপে পাঠানো ভয়েস নোট স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি করবে। হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচার ও পরিবর্তনগুলো ট্র্যাকিং ও রিপোর্ট করার জন্য পরিচিত প্লাটফর্ম ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস। এ ফিচারের মাধ্যমে যখন কেউ একটি ভয়েস মেসেজ পাঠাবে, প্রাপকদের কাছে অডিও শোনার পরিবর্তে বার্তাটির একটি পাঠ্য সংস্করণ দেখার অপশন থাকবে। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যবহারকারীদের একটি সীমিত গোষ্ঠীর মধ্যে পরীক্ষা করা হচ্ছে।