ভেড়ামারায় ২৫০ কৃষক পেলেন বিনা মূল্যের সার-বীজ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়ার ভেড়ামারায় মাষকলাই চাষ বাড়াতে বিনামূল্যে বীজ ও সার পেলেন কৃষকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে ২৫০ ক্ষুদ্র প্রান্তিক কৃষককে বীজ ও সার দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুণ্ডু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বি আর ডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সরকারের কৃষি ও কৃষক প্রণোদনার আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউএনও আকাশ কুমার কুণ্ডু তার বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনাকে প্রশংসা করেন এবং বিতরণ করা বীজ ও সার সঠিকভাবে কাজে লাগানোর জন্য উপস্থিত কৃষক কৃষাণিদের অনুরোধ করেন।