সিংগাইরে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল নতুন বাজার বাসস্ট্যান্ড থেকে চারিগ্রাম বালুখণ্ড আঞ্চলিক সড়কের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন ওই এলাকার বাহেজুদ্দিনের ছেলে আদম ব্যবসায়ী মাসুদ রানা।
গত বুধবার সরজমিন দেখা যায়, ওই সড়কের চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম জামিয়া আরাবিয়া রাহিমা খানম মহিলা মাদ্রাসা গেটের দক্ষিণ পাশে বড় চারিগাঁও মৌজায় সড়কের জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থাপনা নির্মাণ করছেন মাসুদ রানা। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, আব্বাস আলী, আত্রব আলী, আব্দুল বাতেন, আনোয়ার, সেলিম ও হারুনসহ অনেকেই বলেন- মাসুদ রানা দায়িত্বশীলদের ম্যানেজ করে স্থাপনা তৈরি করছেন। ওই পাকা স্থাপনা নির্মাণ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য লালমুদ্দিন ভূঁইয়া বলেন, কারো কথা কানে তুলছেন না মাসুদ রানা। অবৈধভাবে সড়কের জায়গা দখল করে গত এক সপ্তাহ ধরে ঘর নির্মাণ করছেন। রাস্তার জমি বাদ রেখে কাজটি করা উচিত ছিল। এ ব্যাপারে আদম ব্যাবসায়ী মাসুদ রানা বলেন, সড়কের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের কথা স্বীকার করে বলেন, পজিশন অনুযায়ী আমাদের বাড়ির সামনের জায়গা আমরাই তো ভোগদখল করব। আপাত কাজটি করি, সরকার যখন সরিয়ে নিতে বলবে তখন ভেঙে দেব।
উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ওই রাস্তার আশপাশের জমি আমাদের অ্যাকোয়ার করা। কোনো স্থাপনা নির্মাণ করতে হলে সড়কের ঢাল থেকে কমপক্ষে ১০ ফিট দূরত্বে করতে হবে। আমি দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। আমি নায়েব সাহেবকে পাঠিয়ে বন্ধ করে দিচ্ছি।