চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মাইনুল হক সান্টু, চারঘাট (রাজশাহী) থেকে : চিকিৎসাসহ জনবল সংকট রয়েছে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। প্রায় ৩ লাখ জনবসতির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে অনুমোদিত চিকিৎক ২৭টি পদের ২৩টিই শূন্য। মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসাসেবা। কার্ডিওলোজি, অর্থোপেডিকস, সার্জারি, ইএনটি, অপথোমেলোজি ও সাজারি বিভাগে নেই কোনো চিকিৎসক। শিশু, এনেসথেশিয়া ও গাইনি বিভাগে চিকিৎসক পদ শূন্য। ফলে একরকম বন্ধ রয়েছে জরুরি প্রসূতিসেবাসহ সব প্রকার চিকিৎসাসেবা। টেকনেশিয়ান ও অপারেটরের অভাবে পড়ে আছে এক্সরে, ইসিজি ও সনোরোজিস্ট মেশিন। পরিচ্ছন্নতাকর্মী ৮ জনের জায়গায় রয়েছে মাত্র একজন।
চিকিৎসাসেবায় জেলার একসময়ে প্রথম হওয়া এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসার রোগীদের বিস্তর অভিযোগ। প্রয়োজনীয় চিকিৎসা নিতে আসা রোগীরা পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন। নিয়ম অনুযায়ী ৫ টাকা মূল্যের কুপন সংগ্রহ করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও রোগীরা কাক্সিক্ষত চিকিৎসকদের দেখা পান না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক রাজশাহী থেকে যাতায়াত করেন। নিয়ম অনুযায়ী এসব চিকিৎসকের সকাল ৯টা থেকে হাসপাতাল চেম্বারে চিকিৎসাসেবা দেয়ার কথা। চিকিৎসক সংকট ও সময়মতো চিকিৎসকের উপস্থিতি না থাকায় উপজেলার বিভিন্ন এলাকার জনগণ বাধ্য হয়েই অতিরিক্ত ফির বিনিময়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন। প্রশাসনিক কাজ, ডেপুটেশন থাকায় হাসপাতালে রোগীদের অন্যান্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত ডাক্তার, নার্সদের। জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এমন প্রতিকূলতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন তারা। গত সোমবার সরজমিন গিয়ে প্রায় সাড়ে ১০টার পরে হাসপাতালে আউটডোরে কোনো চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি। চিকিৎসাসেবা নিতে আসা মইনুদ্দীনের ছেলে অপু জানান, এ হাসপাতালটিতে চিকিৎসাসেবার নেই বললেই চলে। সকাল থেকে টিকেট কেটে দীর্ঘ সময় বসে থাকতে হয়। এছাড়া দিনে কয়েকজন চিকিৎসকের দেখা মিললেও রাতে চিকিৎসকের খুব একটা দেখা মেলে না। এছাড়া দৈনন্দিন ওষুধ বিতরণের তালিকা বোর্ড অনুযায়ী ওষুধ বিতরণ করা হয় না এবং তারিখ অনুযায়ী ওষুধ তালিকা বোর্ড হালনাগাদ করা হয় না। চিকিৎসকদের উপস্থিতিতে ভাড়াটে, বহিরাগত মেডিকেল অ্যাসিসট্যান্স ও ওয়ার্ডবয় দিয়ে জরুরি বিভাগের কার্যক্রম চালানো হয় বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা চিকিৎসক আশিকুর রহমান বলেন, ডাক্তার সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা সাময়িক ব্যাহত হচ্ছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদের ডাক্তার, টেকনিশিয়ান ও অপারেটরদের চাহিদা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেয়া হয়েছে এবং ইতোমধ্যে ৩ জন জুনিয়র ডাক্তার অর্ডার পাস হয়েছে। অতি শিগগিরই চিকিৎসক সংকটের সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান।