কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন
শিক্ষক লাঞ্চিত হলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার বা নাম ব্যবহার করে কোনো শিক্ষক লাঞ্চিতের ঘটনা ঘটালে তার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এমন ঘটনা কেউ ঘটালে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সমন্বয়করা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন নেতারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সমন্বয়ক রাজিজুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর কিছু স্বার্থন্বেষী মহল আমাদের নাম ও ব্যানার ব্যবহার করে বিশৃঙ্খল বেআইনি কাজ করছে বলে আমরা শুনছি। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনোভাবেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের মর্যাদাহানি বা লাঞ্চিতের ঘটনা ঘটানো যাবে না।
কুষ্টিয়া সরকারি কলেজের সমন্বয়ক রেজা হাসান বলেন, কেন্দ্রে থেকে আমাদের নির্দেশনা দিয়েছে যে এই সংগঠনের নাম ব্যবহার করে কোনো ছাত্র শিক্ষকের ওপর হামলা বা লাঞ্চিত করলে আমাদের সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।