ভাবিকে ঘরছাড়া করতে গিয়ে দুই ভাই খুন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়ির জাফত নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছমদ বাড়িতে বড় ভাইয়ের স্ত্রীকে ঘরছাড়া করতে গিয়ে খুন হলেন দুই ভাই। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছমদ বাড়ির ওই পরিবারের তিন ভাইয়ের মধ্যে বড় ভাই করিম বছর দুয়েক আগে পৈত্রিক ভিটায় একটি পাকা বাড়ি তৈরি করে আলাদা বসবাস শুরু করেন। মূলত চার ভাইয়ের যৌথ পরিবারে বিরোধের সূত্রপাত বড় ভাইয়ের আলাদা বিল্ডিং তৈরি করা নিয়ে। এজন্য ছোট তিনজন মনে করেন বড় ভাবি ফারজানার প্ররোচনায় বড় ভাই তাদের বঞ্চিত করে ঘর তৈরি করেছেন। কিছুদিন না যেতেই ফারজানাকে নিয়ে পরকিয়ার সন্দেহ করতে থাকেন স্বামী। একপর্যায়ে স্ত্রীকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন করিম। এ নিয়ে সালিশে সম্পূর্ণ দেনমোহর দিয়ে ফারজানাকে বিদায় করার সিদ্ধান্ত হলেও তা মানতে নারাজ করিম। এ অবস্থায় করিম প্রবাসে ফিরে গেলেও স্ত্রী ফারজানা স্বামীর ঘরে থেকে যান। এর মধ্যে করিম দেশে ফিরে এলেও থাকেন বোনের বাড়িতে।
ফারজানাকে ঘরছাড়া করতে এক মাসের ব্যবধানে চার ভাই দেশে আসেন। গত ৩ সেপ্টেম্বর বিকালে ফারজানা ও তার বড় মেয়ে নিজেদের কক্ষে শুয়ে ছিলেন। এ সময় করিম ও তার অন্য ভাইয়েরা কক্ষে ঢুকে তাকে খুঁজতে থাকলে ফারজানা কৌশলে পালিয়ে গিয়ে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা এগিয়ে এসে চার ভাইকে প্রতিরোধ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন। এ সময় দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি পরে মারামারি লেগে যায়- যা এক সময় কোপাকুপিতে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। দুই সহোদর জাহাঙ্গীর ও আলমগীর ঘটনাস্থলে প্রাণ হারান। ওইদিন রাত ১১টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।