কলাপাড়া
মানবপাচার রোধে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মানবপাচার মোকাবিলায় কার্যকর ভূমিকা পালনে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তন হলরুমে এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এনশিয়র প্রটেকশন অ্যান্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজন করে।
ইপজিয়া প্রোজেক্টর প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন, পাখিমার প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক, গির্জার পুরোহিত হেবল বৈদ্য, মসজিদের ইমাম মাওলানা সাখাওয়াত হোসেন, মন্দিরের পুরোহিত মিহির চক্রবর্তী, সাংবাদিক এসকে রঞ্জন প্রমুখ। বক্তারা মানবপাচাররোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।