গাবতলীতে কৃতী শিক্ষার্থীরা পেল বৃত্তি ও সংবর্ধনা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মুহাম্মাদ আবু মুসা, (বগুড়া) গাবতলী থেকে : বগুড়ার গাবতলী আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এবং সহকারী শিক্ষা অফিসার সিরাজুন্নেছা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ রায়হানুল হক রানা।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ি গমির উদ্দিন হাইস্কুলের শিক্ষক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ। বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেন ইউএনও নুসরাত জাহান বন্যাসহ অন্যান্য অতিথি।