×

সারাদেশ

ভরা মৌসুমেও বরিশালের নদীতে মিলছে না ইলিশ

চাহিদার তুলনায় মাছ কম আসায় দাম বেশি

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভরা মৌসুমেও বরিশালের  নদীতে মিলছে না ইলিশ

এম কে রানা, বরিশাল থেকে : চলছে ইলিশ ধরার ভরা মৌসুম। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না কাক্সিক্ষত ইলিশ। এতে খালি হাতে ফিরছেন জেলেরা। ফলে বরিশালের বৃহৎ মৎস্য আড়ত পোর্টরোডে নেই হাঁক-ডাক। শ্রমিকরা জানান, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারা বলেন, যতটুকু ইলিশ উঠছে, তার দামও চড়া। এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের খবরে ইলিশ কিনতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। গত বছরের তুলনায় এ সময় ইলিশের দাম তুলনামূলক বেড়েছে। নগরীর পোর্টরোড ইলিশের আড়ত ঘুরে দেখা গেছে এমন চিত্র।

তবে আড়তদারদের দাবি- যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দখিনের মহিপুর বন্দর থেকে দেশের বিভিন্ন জেলায় মাছ পাঠিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে লোকাল নদী ছাড়া অন্যান্য নদী কিংবা সাগরের মাছ বরিশালে আসছে না। একই কথা বলছেন মৎস্য কর্মকর্তারা। তবে বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে তাতে শীঘ্রই প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী তারা।

বরিশালের বড় মৎস্য আড়ত পোর্টরোডে গিয়ে দেখা গেছে, ৫০০ থেকে ৬৫০ গ্রাম ওজনের ইলিশ মণ প্রতি বিক্রি হচ্ছে ৪৫ হাজার টাকায়। ৭০০ থেকে ৯৫০ গ্রাম ওজনের মণ ৫৮ হাজার টাকা, ১ কেজি সাইজের ইলিশের মণ ৬৫ হাজার টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ৬৫ হাজার টাকা এবং ২ কেজি ওজনের ইলিশের দাম ৮৮ হাজার টাকা। আর জাটকা বিক্রি হচ্ছে ২৮ হাজার টাকা মণ।

তবে গত মৌসুমে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের মণ ছিল ৫৫ হাজার টাকা, এক কেজি ওজনের মণ ৬০ হাজার টাকা, দেড় কেজি ওজনের মণ ৬৩ হাজার টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের মণ ৫০ হাজার টাকা এবং জাটকা ইলিশ বিক্রি হয়েছে ২৭ হাজার টাকায়। ইলিশ ব্যবসায়ীরা বলছেন, বাজারে মাছের যোগান বেশি হলে দাম কমত। তবে চাহিদার তুলনায় মাছ কম আসায় দাম একটু বেশি। এছাড়া যে পরিমাণ মাছ আসছে তাতে শ্রমিকদের মজুরি দিয়ে চালানো সম্ভব নয়। অন্যদিকে জেলেরা বলছেন, কাক্সিক্ষত ইলিশ পাওয়া না গেলে তাদের ঋণের বোঝা বাড়বে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১ জুলাই থেকে ইলিশ ধরার মৌসুম শুরু হয়েছে। এখন নদ-নদীতে বেশি ইলিশ ধরা পড়ার কথা থাকলে চলতি বছরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। একদিকে যেমন অতিরিক্ত গরম, অন্যদিকে ভারি বর্ষা। এ কারণে হয়তো কাক্সিক্ষত ইলিশ আসছে না আড়তগুলোতে। বরিশাল পোর্টরোডের শ্রমিক ইয়াছিন মিয়া বলেন, বিগত দিনে এমন সময় ইলিশে আড়ত ভরপুর থাকত। কাজের চাপে আমরা ভাত খাওয়ার সময় পর্যন্ত পেতাম না। অথচ এখন মাছ না থাকায় অলস সময় পার করতে হচ্ছে। যে মাছ আসছে তা দিয়ে ভাত খাওয়ার খরচও ওঠে না।

পোর্টরোডের সায়মা আড়তের প্রোপ্রাইটর মোশারফ হোসেন বলেন, এমন ইলিশ-সংকট বরিশালে কখনোই হয়নি। ভারতে রপ্তানি বন্ধ হয়েছে, তাতে আমাদের বাজারে কোনো প্রভাবই নেই। কারণ ইলিশ আমাদের নদীতে নেই। আমরা এখন পুরোপুরি লোকসানের মুখে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ইলিশ সংকটের এ চিত্র এখন দক্ষিণাঞ্চলের সব নদ-নদীতে। যার বিরূপ প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ না থাকায় ইলিশের দাম কিছুটা বেড়েছে। তিনি আরো বলেন, সাগরে যে ইলিশ ধরা পড়ছে, তা বরিশালের বাজারে আসছে না। আবার স্থানীয় নদীতেও কাক্সিক্ষত ইলিশ মিলছে না। তবে শীঘ্রই বরিশালে নদ-নদীতে ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী তিনি।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মাছের উৎপাদন ঠিকই আছে। সমস্যা হচ্ছে সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এখন আর আড়তে আসতে হয় না জেলেদের। যেমন মেহেন্দীগঞ্জ, হিজলা, ভোলার জেলেরা মাছ ধরে ঢাকা না হয় চাঁদপুরে নিয়ে যায়। আবার বরগুনা, পটুয়াখালী এলাকার জেলেরা সড়ক পথে সরাসরি ঢাকায় পাঠাচ্ছে। এজন্য স্থানীয় বাজারগুলোতে চাহিদার বেশি ইলিশ সরবারহ হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App