ব্রেকিং |
ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত কয়েক হাজার শিশু
ভোলা জেনারেল হাসপাতালে জনবল ও ওষুধ সংকটে ব্যাহত সেবা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এইচ এম নাহিদ, ভোলা থেকে : প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসার শেষ ভরসাস্থল ভোলা জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। কিন্তুপর্যাপ্ত রোগীর চাপ থাকলেও জনবল ও ওষুধ সংকটে মিলছে না কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এদিকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোলায় শিশুদের ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ তীব্র আকারে বেড়েছে। গত ১ মাসে আক্রান্ত হয়েছে কয়েক হাজার শিশু। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ শিশু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে, যার মধ্যে মৃত্যু হয়েছে ১ শিশুর। গত ৭ দিনে ১০৩৬ শিশু ভর্তি হলেও মৃত্যু হয়েছে ৩ শিশুর এবং গত এক মাসে ভোলা জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২০৪৪ জন, তার মধ্যে মৃত্যু হয়েছে ৪ শিশুর। এর মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২২ জন রোগীর।
২৫০ শয্যা হাসপাতালের ৫০ বেডের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার ৫ গুণের বেশি শিশু নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত শিশু রোগী। প্রতিদিন ১৭০ থেকে ২৫০ এর বেশি অসুস্থ শিশু এখানে চিকিৎসা নেয়। হাসপাতালটির ৫০ বেডের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। একই চিত্র বারান্দার মেঝেতেও। প্রতিটি বেডে দুই থেকে তিনজন শিশুকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি অসুস্থ শিশুদের বারান্দার মেঝেতে সারিবদ্ধভাবে শুইয়ে রেখে নামমাত্র চিকিৎসা দেয়া হচ্ছে। কোনো শিশু হঠাৎ গুরুতর অসুস্থ হলেও দ্রুত পাওয়া যায় না চিকিৎসক, নেই পর্যাপ্ত নার্সও। সময়মতো চিকিৎসক ও নার্স না পাওয়ায় শিশু মৃত্যুর অভিযোগও পাওয়া যায়। এ নিয়ে প্রতিদিন নার্সদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন শিশুদের স্বজনরা। হাসপাতালের শিশু ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডে ও একই চিত্র।
হাসপাতালে বাচ্চাদের চিকিৎসাসেবা নিতে আসা ইব্রাহীম, হাবিবা, নুরজাহান, মালেকা বেগম বলেন, দুপুর ১টা বাজে এখনো একজন নার্স আসে নাই মাইয়াডার কাছে। নার্স আফারে বলেছি একটু দেইখা যাইতে। এক ঘণ্টা হইয়া গেছে, তিনি এহনো আসেননি।
সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১০ মাস বয়সি শিশু আছিয়াকে নিয়ে হাসপাতালের বারান্দার মেঝেতে বসে আছেন মা লায়লা আক্তার। তার মেয়ের শ্বাসকষ্ট। ডাক্তার দেখাবেন বলে অপেক্ষায় আছেন। ডাক্তারের দেখা না পেয়ে ও মেয়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত দেখে বাধ্য হয়েই তিনি হাসপাতালের ছাড়পত্র না নিয়েই ছোটেন প্রাইভেট হাসপাতালে।
শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স সালমা বেগম বলেন, গতকাল বুধবার হাসপাতালে অসুস্থ শিশু আছে প্রায় ২৪০ জন। প্রতিদিনই নতুন নতুন শিশু রোগী ভর্তি হচ্ছে। ওয়ার্ডে ৩ জন নার্স ডিউটি করছেন। রোগীর এত চাপ যে আমরা কোন শিশু রেখে কোন শিশুর কাছে যাব তা বুঝতে পারছি না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ আবু আহমেদ শাফী হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নার্স ও ওষুধ না থাকায় সেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, অতিরিক্ত রোগীর চাপে ওষুধ সংকট দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত এগুলোর সমাধান করা যাবে।
ভোলার সিভিল সার্জন এ কে এম শফিকুজ্জামান ভোরের কাগজকে বলেন, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশু রোগের উপদ্রব ভোলাতে খুব বেড়েছে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত বেড, জনবল ও ওষুধের সংকট থাকায় সেবা একটু ব্যাহত হচ্ছে। তাই এই অবস্থায় মায়েদের শিশুর প্রতি একটু বেশি যতœ নিতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে হাসপাতালে না আশার পরামর্শ দিচ্ছি। সংকট খুব দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছি।