সাবেক দুই এমপির বিরুদ্ধে মামলা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এবং তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও আদালতে এ মামলা করেন ব্যবসায়ী হাবিবুল ইসলাম (বাবুল)। মামলার অন্য আসামিরা হলেন- মমিরুল ইসলাম সুমন (৩৪), উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম (৭২), আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডঙ্গা, বোড়া বেলসারা গ্রামের মৃত শরিফ উদ্দীনের ছেলে সাদেকুল ইসলাম (৫৫), আলাউদ্দীনের ছেলে কামরুজ্জামান শামিম (৪৫), মহিষমারী গ্রামের ইসহাজ আলী মাস্টারের ছেলে হুমায়ুন কবিরসহ ২৭ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে।