×

সারাদেশ

কুষ্টিয়ায় বৈধ ২৬১ অস্ত্রের মধ্যে জমা পড়েছে ২৪৭টি

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বৈধ ২৬১টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ২৪৭টি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়ার ৬ উপজেলায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত ২৬১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স অনুমোদন দিয়েছিল জেলা ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময়ে যাদের লাইসেন্স দেয়া হয়েছে তাদের গত মঙ্গলবারের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র-গোলাবারুদ জমা দেয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। জমা না দেয়া বাকি অস্ত্র উদ্ধারে গতকাল বুধবার থেকে অভিযান শুরু হয়েছে। এদিকে অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরুর খবরে অনেকেই স্বাগত জানিয়েছেন। এ ব্যাপারে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আখতার জানান, গত মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সর্বশেষ ২৪৭টি অস্ত্র জেলার ৬টি থানায় জমা পড়েছে।

এর মধ্যে এখনো ১৪টি অস্ত্র জমা পড়েনি। এই অস্ত্রগুলোর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১২টি, দৌলতপুর থানা ও ইবি থানায় ১টি করে অস্ত্র এখনো জমা পড়েনি। যারা সঠিক সময়ে অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

তারেক রহমান সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App