দৌলতপুরে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মো. শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) থেকে : গাজীপুরের হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল বুধবার ভোরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হৃদয় উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিক কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। কয়েকদিন তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন এমন খবর পেয়ে র্যাব-৪ সিপিসি-৩ এর অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
র?্যাব-৪ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেপ্তার হৃদয়কে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামে এক যুবককে শ্বেতপাথর নিয়ে দ্ব›েদ্ব ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে হৃদয় ওরফে মানিক। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।