×

সারাদেশ

সালথা

প্রতিপক্ষের হামলায় মুদি দোকানির মৃত্যু

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) থেকে : ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ইয়ার আলী শেখ (৫০) নামে এক মুদি দোকানি মারা গেছেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইয়ার আলী উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামের মৃত খবির উদ্দীন শেখের ছেলে। তিনি গোপালিয়া গ্রামে একটি মুদি দোকান চালাতেন।

ইয়ার আলী শেখের নিহত হওয়ার খবর এলাকায় পৌঁছলে নিহতের স্বজনরা প্রতিবেশী ওমর আলী শেখের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। রাত ১০টায় মৃতদেহ এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১১টায় দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় ও আশপাশের প্রায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বিরোধের জেরে প্রায় ১০ মাস আগে গোপালিয়া গ্রামের মফিজুরকে মারধর করেন ইয়ার আলী ও তার ছেলেরা। তিনি স্থানীয় আয়ুব আলী মাস্টার দলের সমর্থক আর মফিজুর প্রতিপক্ষের হাফিজুর রহমান মাস্টারের আপন ভাই। ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সরকার পতনের পর গত ১১ আগস্ট রাত ১০টার দিকে নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়ার আলী।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, ইয়ার আলীর ওপর হামলার ঘটনায় গত ১৪ আগস্ট একটি মামলা হয়েছিল। ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তিত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তাছাড়া ভাঙচুর ও লুটপাট বন্ধে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App