কাপ্তাই লেকের জলকপাট এবার খোলা হলো চার ফুট
রাঙ্গুনিয়ায় প্রবল স্রোতে ঘরবাড়ি বিলীন চন্দ্রঘোনা নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নন্দন দেবনাথ, রাঙ্গামাটি ও মোহাম্মদ ইলিয়াছ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) থেকে : কাপ্তাই লেকের ছেড়ে দেয়া পানিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিম্নাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে গতকাল সোমবার দুপুর থেকে সওজের ফেরি চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার নদী তীরবর্তী কয়েকটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক, কৃষি জমি নদীভাঙ্গনের কবলে পড়েছে। ইতোমধ্যে একাধিক বসতভিটা বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, উজানের অব্যাহত পাহাড়ি ঢল এবং রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের কারণে আবারো বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে আবারো বিপৎসীমায় পৌঁছেছে হ্রদের পানির স্তর। পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সাড়ে ৩ ফুট করে খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত হচ্ছে। এর আগে গতকাল জলকপাট দুই ফুট খোলা থাকলেও হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল সোমবার সকাল থেকে সাড়ে ৩ ফুট করে জলকপাট খুলে দেয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮ দশমিক ৭৪ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
চন্দ্রঘোনা ফেরিতে কর্মরত সওজ বিভাগের কার্য সহকারী দিমানসু চাকমা বলেন, ফেরির পল্টুনে অতিরিক্ত পানি উঠায় রাঙ্গামাটি-চন্দ্রঘোনা-বান্দরবান-রাজস্থলী সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন বন্ধ হয়ে গেছে। এই রুটে যাতায়াতকারী শত শত যাত্রী চরম বিপাকে পড়েছেন। তাদের বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত বোটে পাড় হয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে চন্দ্রঘোনা ফেরি থেকে আট কিলোমিটার দূরে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে যান চলাচল করছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। পাহাড়ি উজান থেকে নেমে আসা ও কাপ্তাই লেকের জলকপাট খুলে দেয়ায় পানি এবং জোয়ারের কারণে কর্ণফুলী নদীতে প্রচুর পানি বেড়েছে। অটোরিকশা চালক মো. ইমরান বলেন, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা হতে কাপ্তাইয়ের রাইখালীতে যাওয়ার জন্য দুপুর ১২টা হতে ফেরির জন্য অপেক্ষা করছি, কিন্তু ফেরি বন্ধ রয়েছে। কর্ণফুলী নদীতে তীব্র পানির স্রোতে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের প্রায় এক কিলোমিটার নদীর তীরবর্তী এলাকায় স্থাপিত সিসি ব্লক নদী গর্ভে চলে গেছে এবং তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে একাধিক বসতভিটা, রাস্তাঘাট ও অনেক কৃষি জমি বিলীন হয়েছে। নদীপাড় রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বেড়ে যাওয়ায় সাড়ে ৩ ফুট করে গেইট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছে ৬৮ হাজার কিউসেক। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোনো ক্ষতি হবে না। প্রতি বছরের মতো এবারো ছাড়া হচ্ছে বলে জানান তিনি।