×

সারাদেশ

নির্ধারিত সময়েও ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে : নওগাঁর আত্রাইয়ে বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহে নির্ধারিত সময়েও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে চালের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কাছাকাছি পৌঁছালেও ধান সংগ্রহ চরমভাবে ব্যাহত হয়েছে।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, বোরো মৌসুমে আত্রাইয়ে ৪৫ টাকা কেজি দামে ৫০৩ টন সিদ্ধ চাল এবং ৩২ টাকা কেজি দামে ১ হাজার ৮৬৪ টন ধান ক্রয়ের বরাদ্দ দেয়া হয়। গত মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়। গুদামে চাল সরবরাহে উপজেলার ১৬ জন মিলার চুক্তিতে আসে। এসব ধান-চাল সরবরাহে সরকারিভাবে নির্ধারিত সময়সীমা বেঁধে দেয়া হয় ৩১ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্র বলেছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে স্থানীয় বাজারে দাম বেশি পাওয়ায় খাদ্যগুদামে ধান দেননি কৃষকরা। ফলে ধান সংগ্রহ অভিযান চরমভাবে ব্যাহত হয়েছে। উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক সুটুক আলী, জাতপাড়া গ্রামের কৃষক বাবুলসহ বেশ কয়েক জন কৃষক জানান, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইনে আবেদন, ধানের মান নির্ণয়সহ বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। এছাড়া সরকার ধান ক্রয়ে যে দাম নির্ধারণ করেছেন এর চাইতে স্থানীয় বাজারে প্রতি মণ ধান ২৫০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি করতে পারছি এবং কোনো ঝামেলা ছাড়াই সঙ্গে সঙ্গেই টাকা হাতে পাচ্ছি। তাই খাদ্যগুদামে ধান দেয়নি। এ ব্যাপারে আত্রাই উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা উত্তম কুমার সরকার জানান, উপজেলার আওতায় ৫০৩ টন সিদ্ধ চাল এবং ১ হাজার ৮৬৪ টন ধান ক্রয়ের বরাদ্দ দেয়া হয়েছে। গত রবিবার (৩১ আগস্ট) পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে ৪১৩ টন এবং ধান সংগ্রহ হয়েছে মাত্র ৮৪ টন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ছামসুননাহার জানান, গত দুই সপ্তাহ আগে ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা মতামত চেয়ে ঊর্ধ্বতন মহল থেকে পত্র দেয়া হয়েছিল। আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানিয়ে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

আমি পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

আমি পদত্যাগ করিনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী: শেখ হাসিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App