×

সারাদেশ

শাহজাদপুর

৫ দিন পর নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মো. আব্দুল কুদ্দুস, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : শাহজাদপুরে বড়াল নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৫ দিন পর সোয়েব হাসান (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার বাঘাবাড়ি বন্দরের কয়ড়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোয়েব উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার আব্দুস সালাম বাবুর ছেলে। সে ঢাকা আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের ছাত্র ছিল।

নিহতের সহপাঠী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকালে ২০ জন বন্ধু নিয়ে উল্লাপাড়া থেকে নৌকায় শাহজাদপুরের রাউতারা জলকপাট এলাকায় বনভোজনে যান সোয়েব। দুপুর আড়াইটার দিকে সব বন্ধুরা গোসল করতে বড়াল নদীতে নামেন। সাঁতার না জানলেও বন্ধুদের সঙ্গে নদীতে নামেন সোয়েব। একপর্যায়ে পানির তীব্র স্রোতে ভেসে যায় সে। বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বাঘাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে সন্ধ্যার দিকে তারা এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ৫ দিন পর রবিবার সন্ধ্যায় কয়ড়া ঘাট এলাকায় সোয়েবের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানান, রবিবার রাতে সোয়েবের ভাসমান লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App