×

সারাদেশ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

১ মাসের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ স্বাস্থ্য কর্মকর্তার

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরের রাজনৈতিক সচেতন মহলের চাপে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ কর্মস্থল ত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার সর্বশেষ নিজ দপ্তরে এসে এক মাসের অর্জিত ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিতর্কিত এ স্বাস্থ্য কর্মকর্তা দুর্নীতি ও অনিয়মের কারণে স্থানীয় রাজনৈতিক মহলের রোষানলে পড়েন। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা প্রাথমিকভাবে পরিস্থিতি সামলাতে ৪ দিনের ইএল ছুটি নেন। কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত থাকার কারণে গত ২৯ আগস্ট এক মাসের অর্জিত ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে বাধ্য হন।

তথ্যানুসন্ধানে জানা যায়, এ স্বাস্থ্য কর্মকর্তা গত ২০১৯ সালের ১৭ জুন কোটচাঁদপুর হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগ দেন। অভিযোগ রয়েছে যোগদানের পর থেকে তিনি নানা রকম অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। হাসপাতালের পুরাতন ভবন বিক্রি ওইসব ভবনের ফ্যান, দরজা, জানালা, আসবাবপত্র নামমাত্র মূল্যে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে বিক্রি করেন। বিক্রিত এসব জিনিস রাতের অন্ধকারে হাসপাতাল ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়া হয়। ক্যাম্পাসের গাছ দুই দফায় নামমাত্র মূল্যে প্রভাবশালী একটি সিন্ডিকেটের কাছে বিক্রি করেন। এক্ষেত্রে অন্য কোনো দরদাতাকে ডাকে অংশ নিতে দেননি। ঝড়ে পড়া পুরাতন গাছের মোটা ডাল অতি অল্প দামে তার পছন্দের মানুষ ওষুধ ব্যবসায়ী সোহরাব হোসেনের কাছে বিক্রি করেন। পুরাতন মসজিদটিও টেন্ডার ছাড়া বিক্রি করা হলে স্থানীয়রা ফুঁসে ওঠেন। এতে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তাকে প্রত্যাহারের দাবি করা হয়। দুর্নীতি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও ওঠে আসে মানববন্ধনে। ২৬ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যা হাসপাতালে নতুন ভবন নির্মাণের কাজেও এ কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। একপর্যায়ে স্বাস্থ্য বিভাগ আব্দুর রশিদকে ভোলা জেলায় বদলি করেন। কথিত রয়েছে, হাসপাতালের প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক করপোরেশনের মালিক তার বদলি আদেশ স্থগিত করে তাকে স্বপদে বহাল করে। এরপর আব্দুর রশিদের উপস্থিতিতেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ ভবন হস্তান্তর করেন। এদিকে পুরাতন পশুর হাটে নির্মিত প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এনসিডি হাসপাতালটি গত ৪ বছরেও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেনি। এ বিষয়টি নিয়েও উক্ত কর্মকর্তার ছিল না কোনো মাথাব্যথা। ওষুধ টেন্ডারেও করা হয়েছে অনিয়ম। রোগীর খাবার নিয়েও দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। করোনাকালীন সরকারি বরাদ্দের টাকা নিয়ে করা হয়েছে নয়-ছয়।

এ ব্যাপারে আরএমও রমিজ উদ্দিন বলেন, পারিবারিক সমস্যার কারণে স্যার ছুটিতে রয়েছেন। জেলা সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথের সঙ্গে কথা হলে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানে এমনটি হচ্ছে। তবে ডাক্তার আব্দুর রশিদ বর্তমানে ছুটিতে রয়েছেন। এ ব্যাপারে আব্দুর রশিদের মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করে হলে ফোন রিসিভ হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App