চিরিরবন্দর
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মো. আব্দুস সালাম, চিরিরবন্দর (দিনাজপুর) থেকে : চিরিরবন্দরের দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে বাসের ধাক্কায় আরিফ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া বাবুল হোসেন ও শরিফ হোসেন নামে আহত হয়েছে আরো দুজন। আহতদের রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চম্পাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামের ডুমরতলীর বাবুল হোসেনের ছেলে এবং আহতরা একই এলাকার ইসরাইল হোসেনের ছেলে। দশমাইল হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলোকডিহি ইউনিয়নের গ্রিনল্যান্ড ব্লক অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রিজের কাছে দশমাইলগামী একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিনজন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ও পরে রমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে আরিফ হোসেন মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা অন্তত দেড় ঘণ্টাব্যাপী দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ে। দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি পলাতক রয়েছে। হাইওয়ে থানাপুলিশের প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিহত আরিফ হোসেন দিনাজপুর সদর উপজেলার কন্নাই নশিপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। মোটরসাইকেলে থাকা আহত বাবুল হোসেন ও শরিফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।