বানিয়াচং
জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। নিহতের নাম নওশাদ মিয়া (৪০)। তিনি উপজেলা সদরের দোয়া খানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে। গতকাল সোমবার সকাল ১০টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বসতভিটার নিয়ে নওশাদ মিয়া ও জুহেদ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ মাতব্বরদের নিয়ে নিষ্পত্তিও হয়েছিল। সোমবার পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করেন জুহেদ মিয়া (২৫)। এ সময় নওশাদ মিয়াকে বাঁচাতে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাহিমা আক্তার (১৪) ও বড় ভাই তৌফিক মিয়া (৪৫)।
এদের মধ্যে ফাহিমাকে মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল তৈরি করছিলেন বানিয়াচং থানা পুলিশ। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।