×

সারাদেশ

হত্যার জেরে আসামিদের বাড়িতে ভাঙচুর, লুটপাট

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খোরশেদ আলম, শেরপুর থেকে : জেলার শ্রীবরদী উপজেলায় একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে মামলার আসামিদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে মক্তবের নামে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আহত হয় আরো ১০ জন। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত তালেব আলীর ছেলে আলতাফ হোসেনকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আসামিরা বাড়িঘর ফেলে আত্মগোপনে চলে যায়। এ সুযোগে আসামিদের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সরজমিন অনুসন্ধানে দেখা গেছে, আসামিদের ১০টি বাড়ির ১৫টি ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ধান-চাল, গরু-ছাগল, হাঁস-মুরগি লুটপাট করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, কোটি কোটি টাকা দামের সম্পদই লুট করে ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। ঘরের টিন থেকে শুরু করে বিল্ডিংয়ের ইট পর্যন্ত খুলে নেয়া হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, এই হত্যা মামলার আসামিরা ইতোপূর্র্বেও একাধিক হত্যকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App