×

সারাদেশ

ঈশ্বরদী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস মাদকমুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা-গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং বিচার পেতে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় শহরের রেলগেট এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানায়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- শিক্ষার্থী মাহমুদুল ইসলাম শাওন, আহসান হাবিব আকাশ, ইকবাল হাসান তামিম ও কে এম মহিবুর রহমান প্রমুখ।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈশ্বরদী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস মাদকমুক্ত করার দাবিতে এক কর্মসূচি নেয়। এ নিয়েই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

মানববন্ধনে অংশ নিয়েছেন ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলছিলেন, ‘আমাদের ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ নই। তাই এখানে প্রতিবাদ জানাতে এসেছি। এই ঘটনা ঘটিয়েছে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’

ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা তো কোনো অন্যায্য দাবি করেনি, তাহলে ছাত্রদল নেতার লোকজন কেন এ হামলা করল? আমরা এ হামলার বিচার চাই।’ সবশেষ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আস্থা ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ ও ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষ এস এম রবিউল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও সুবীর কুমার দাশ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করা হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ গ্রেপ্তার

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App