উচ্চ আদালতের আদেশ অমান্য
কুয়াকাটায় রাখাইনদের বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় উচ্চ আদালতের আদেশ অমান্য করে রাখাইনদের বিরোধপূর্ণ জমি পরিবর্তনসহ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবসরপ্রাপ্ত একাধিক সেনা কর্মকর্তার নামে সাইনবোর্ড টাঙিয়ে জোরপূর্বক জমিতে স্থাপনা নির্মাণ করছে জনৈক কাজী আলমগীর গং এমন অভিযোগ রাখাইনদের। এতে বাধা দিলে তারা তা মানছেন না। এ ব্যাপারে মহিপুর থানা, জেলা প্রশাসনসহ ভূমি প্রশাসনকে জানালেও প্রতিকার না পেয়ে হতাশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভুক্তভোগী পরিবারগুলো। তবে এমন অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, তারা কারো জমি জোরপূূর্বক দখল করেননি। বৈধ কাগজপত্র দেখে ক্রয় করেছেন।
জানা গেছে, জেএল ৩৪ নম্বর লতাচাপলী মৌজার আর এস খতিয়ান ১৫৬, এস এ ৬৪৪ নম্বর খতিয়ান এবং রায়তী ২৩৯ নম্বর খতিয়ানের এস এ ৫৩৬০, ৫৩৬১, ৫৩৬২, ৫৩৭৫, ৫৩৪২, ৫৩৮২, ৫৩৫১, ৫৩৫৯, ৫৪৪৮ নম্বর দাগের ১৬.৯৭ একর জমির মালিকানা নিয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে রাখাইনরা বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় রাখাইনরা ডিগ্রি পায়। পরবর্তীতে বিবাদী পক্ষ ওই রায় ডিগ্রির বিপরীতে জেলা দায়রা জজ আদালতে আপিল করে। ওই আপিলে রাখাইনরা পুনরায় রায় ডিগ্রি পায়। পরবর্তী সময়ে বাদীপক্ষ ওই বছর পটুয়াখালী ১ম যুগ্ম জজ আদালতে নিষেধাজ্ঞা চাইলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে বিবাদীপক্ষ কাজ করলে আদালতে ভায়োলেশন মামলা করা হয়। যা চলমান রয়েছে। অন্যদিকে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে জেলা দায়রা জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে। ওই মামলায় উচ্চ আদালতের বিচারক স্থিতিতাবস্থার আদেশ দেন। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিবাদীপক্ষ জমির আকার আকৃতি পরিবর্তনসহ স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়। এ বিষয়ে মহিপুর থানা পুলিশকে লিখিতভাবে জানানো হলেও তারা নানা অজুহাতে বিবাদীপক্ষকে স্থাপনা নির্মাণের সুযোগ করে দেয় বলে অভিযোগ করেছেন রাখাইনরা।
কুয়াকাটা কেরানী পাড়ার মাতুব্বর উচাচিং বলেন, তার ¯ী এবং আত্মীয়স্বজনরা জমির মালিকানা দাবি নিয়ে দীর্ঘ বছর ধরে মামলা চালিয়ে আসছে। আদালতের দীর্ঘসূত্রিতায় এসব বিরোধীয় জমিতে বিবাদীরা জাল দলিলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছে। মামলা চলমান অবস্থায় এসব বিরোধীয় জমি ভূমি রেজিস্ট্রি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার সহযোগিতায় দলিল সম্পাদন করা হয়েছে। এ বিষয় অভিযুক্ত আলমগীর গংদের নিযুক্ত প্রতিনিধি মনিরুল ইসলাম জানান, রাখাইনদের বিরোধীয় জমির সঙ্গে তাদের জমির কোনো সম্পর্ক নেই।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, রাখাইনদের ভূমির মামলা জটিলতা দ্রুত নিরসনে বিচার বিভাগ ও ভূমি প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, সিভিল আদালতে মামলা চলমান অবস্থায় পুলিশের হস্তক্ষেপ করার বিধান নেই। জমিতে নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কোনো দাগ উল্লেখ নেই। যার কারণে আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি।