কালীগঞ্জ
শিক্ষকদের পদত্যাগ করানোর ঘটনায় নিন্দা ও ঘৃণা
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ও দেশব্যাপী অনৈতিক, প্রমাণবহির্ভূত ও স্বার্থন্বেষীদের প্রভাবে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছেন কালীগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলামের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী মাহফুজুর রহমান, হাবিবুর রহমান, রিয়াদ চৌধুরী, মিনহাজুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, আমরা লক্ষ্য করেছি কালীগঞ্জের বিভিন্ন স্থানে অনৈতিক, প্রমাণবহির্ভূত ও জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সক্রিয় কোনো সম্পৃক্ততা নেই। তবে অভিযুক্ত শিক্ষকদের ব্যাপারে আমাদের অবস্থান হলো আইনানুগ ব্যবস্থা নিতে হবে, নিজ হাতে আইন তুলে নেয়া যাবে না। যদি কোনো শিক্ষার্থী বা মহল জোরপূর্বক কিংবা ব্যক্তিগত আক্রোশের জেরে কারো ওপর হামলা করে তাহলে ওই ব্যক্তি বা মহলকে দোষারোপ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বক্তারা আরো বলেন, সত্যিই যদি কোনো শিক্ষক দুর্নীতি, অনিয়ম ও অপরাধ করে থাকে, তাহলে স্পষ্ট দলিল নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের কোনো শিক্ষককে পদত্যাগ করানোর কোনো এখতিয়ার নেই। তবে যদি কোনো শিক্ষক অভিযুক্ত হন তাহলে তাকে দেশের প্রচলিত আইনের আওতায় আনতে বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগিতা করবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের প্রাইভেট পড়া বাধ্যতামূলক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অপব্যবহার না করার পাশাপাশি প্রশ্ন-বাণিজ্য, নম্বর-বাণিজ্য ও আত্মীয়করণ না করার জন্য অনুরোধ জানান তারা। এ সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।