×

সারাদেশ

ঠাকুরগাঁও জেলা বিএনপি

চাঁদাবাজি-নাশকতা করলে আজীবন বহিষ্কার

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ঠাকুরগাঁওয়ে জরুরি সভা করেছে জেলা বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত না থাকার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন শীর্ষ পর্যায়ের নেতারা। চাঁদাবাজির ও নাশকতার সঙ্গে জড়িত হলে দল থেকে আজীবন বহিষ্কারের হুঁশিয়ারি দেন তারা। গত শনিবার বিকালে শহরের কালীবাড়ী এলাকায় অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে এ সভার আয়োজন করে জেলা বিএনপি।

সভায় সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। এ সময় বিএনপির নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে, যদি কোনো চাঁদাবাজির সঙ্গে, কোনো নাশকতার সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা থাকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি আলহাজ অ্যাড. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App